ভাঙ্গায় জলাতঙ্ক টিকা প্রদান বিষয়ক অবহিতকরণ সভা 

  • ফরিদপুর প্রতিনিধি :
  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৯:০০
  • কপি লিঙ্ক

দেশে থেকে জলাতঙ্ক নির্মূল করার লক্ষের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের হাঁটে বাজারে বেওয়ারিশ কুকুর থেকে সাবধানতা অবলম্বন ও জলাতঙ্ক টিকা প্রদান সম্পর্ক বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান, ভাঙ্গা থানার ওসি তদন্ত প্রত্যুৎ সরকার। এ সময় বক্তব্যে রাখেন,আবাসিক মেডিকেল অফিসার এ এম ফিরোজ রশীদ, ডা. গোপাল দেব, এমডিভির কর্মসূচীর সুপার ভাইজার ইমতিয়াজ আহমেদ প্রমুখ।  

এছাড়া উপস্থিত ছিলেন, ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশীদসহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন মাঠকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্রী তরুণ কুমার।  সঞ্চলানায় ছিলেন ডা. তানভীর আহমেদ।  

উল্লেখ্য, এমডিভির কার্যক্রমের আওতায় আগামী ১৫ থেকে ১৯ সেপ্তম্বর পাঁচদিনব্যাপী ৩২টি টিম কুকুর ধরে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রয়োগ ও কুকুকের শরীরে রঙ মাখিয়ে ছেড়ে দেওয়ার কার্যক্রম চালাবে বলে সেমিনারে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য