ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে লস্কারদিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কেউ আর এখন না খেয়ে থাকে না। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করুন।
মন্তব্য