সালথায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির মাসিক সভা 

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ০২:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, মৎস্য অফিসার রাজীব রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তুরাজ, গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলু, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

উক্ত জন্ম মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভায় দায়িত্ব সমূহ নিয়ে আলোচনা এবং জন্ম মৃত্যু নিবন্ধনের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশন – জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুদের জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক । পাশা পাশি যে কোন লোক মৃত্যূর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার ও বাধ্যবাধকতা রয়েছে। তাই সরকারের এই মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়ে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে গঠন করা হয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্সের কমিটির।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য