গাইবান্ধায় আইনগত সহায়তা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা 

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ০৮:১১:০০
  • কপি লিঙ্ক

বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আইনগত সহায়তা প্রদান উপলক্ষে গাইবান্ধায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

‘"বিনা খরচে নিন আইনী সহায়তা বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার বিকালে প্রশিকা প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের সহযোগিতায় গাইবান্ধা সদর উন্নয়ন এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
গাইবান্ধা উন্নয়ন এলাকার  ব্যবস্থাপক মোঃ রিপন খানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, মোঃ কুদরাত-ই-খোদা। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ,মোছাঃ মাসুমা খানম যুথি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপপরিচালক,মোঃ কামরুজ্জামান ছামাদ,এ্যাড. জনাব মোঃ আনিছুর রহমান কাজল-পরিচালক, শাহানাজ পারভীন সহ আরো অন্যরা । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন ।

এ সময়  বক্তারা বলেন, সরকারী খরচে ও সহজে আইনী সহায়তা পাওয়ার বিষয়ে মানুষকে অবহিত করার জন্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সমগ্র বাংলাদেশে এ কার্যক্রম টি পরিচালনা করে আসছে । 
 সভায় উপস্থিত লোকজন বলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না,  এখন জানলাম এবং অন্যদেরও জানাবো । অনেক অস্বচ্ছল লোক আছে যারা টাকার অভাবে তাদের আইনগত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু সরকার এই সুবিধাটা দিচ্ছে তাই আমরা এই সুবিধাটা গ্রহণ করবো।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য