সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের আসন্ন সারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার পক্ষে গতকাল সকালপ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত ই খুদা।
প্রস্তুতিমূলক সভায় সনাতন হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে এবং ব্যাপক উৎসের মধ্য দিয়ে পালন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় ভাঙ্গা উপজেলা প্রশাসনের প্রধানকর্তা হিসেবে উজানীর ভাই কর্মকর্তা এবং ভাঙ্গা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান তাদের বক্তব্যের মধ্যে সনাতন হিন্দুর সম্প্রদায়কে আশ্বস্ত করেন পূজা শান্তিপূর্ণ পরিবেশে ভাঙ্গা উপজেলার বারটি ইউনিয়ন ওপর এলাকার সকল পূজা মন্ডপে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার মধ্য দিয়ে পূজা মন্ডপের কঠোর নিরাপত্তা জোরদার করার আহবান জানান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
এ সময় আরও আরও বক্তব্য ছিলেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রী তরুণ কুমার পাল, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস ও পূজা উদযাপন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র মালো প্রমুখ।
মন্তব্য