ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আজ রোববার (১৫ অক্টোবর) দুপুর দুইটায় ফিলিস্তিনি জনতার প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে সংহতি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহ নেওয়াজ রাজিন বলেন, পৃথিবীর যে প্রান্তেই মুসলিমদের প্রতি অবিচার করবে আমরা জেগে উঠবো। প্রতিবাদ কণ্ঠস্বর আর থেমে থাকবো না।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহমেদ বলেন, ইসরায়েল রাষ্ট্রের নেপথ্যে বড় ভূমিকা রাখছে পশ্চিমা সাম্রাজ্যবাদী আমেরিকা। ফিলিস্তিনের মানুষের নির্বিচারে হত্যার জবাব চাই। জাতিসংঘ ও বিশ্ব বিবেকের জবাব দিতে হবে।
সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান বিল্লাহ বলেন, ইজরাইল ও যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস ও দখলদারির পথ ছেড়ে দিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে পুনরায় পাসপোর্ট সংশোধন করতে হবে। ইসরাইলে যাওয়া বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার, বিশ্বের মুসলিম, এক হও এক হও, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ কর করতে হবে, গাজায় মানুষ মরে জাতিসংঘ কি করে, আমার ভাই মরলো কেন জাতিসংঘ জবাব দে, জায়নবাদ, সাম্রাজ্যবাদ রুখে দাড়াও ছাত্র সমাজ,
উই আর উইথ - প্যালেস্টাইন, ফ্রি ফ্রি - প্যালেস্টাইন ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মন্তব্য