প্রকাশকদের আবদনে সাড়া দিয়ে অমর একুশে বইমেলা দুই দিন বাড়ানো হয়েছে। মেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে শনিবার (২ মার্চ)।
এরআগে, গত ১৮ ফেব্রুয়ারি দুই দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মেলা কমিটিকে চিঠি দিয়েছিল।
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও মেলা বাড়ানোর আবেদন জানানো হয়। এরপর মেলার সময় বাড়ানোর অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য