পেট ফাঁপা বা হজমে সমস্যায় খেতে পারেন পুদিনা কাবাব

  • অনলাইন
  • বুধবার, ১২ অক্টোবর ২০২২ ১২:১০:০০
  • কপি লিঙ্ক

পুদিনা পাতায় একটি খুবই ভালো পুষ্টি উপাদান রয়েছে, যেটির নাম ফাইটোনিউট্রিয়েন্টস। আমাদের পেটের সমস্যা দূর করে ফাইটোনিউট্রিয়েন্টস। অনেকের পেট ফাঁপে, হজমে সমস্যা হয়, সে ক্ষেত্রে পুদিনা পাতার ফাইটোনিউট্রিয়েন্ট এগুলোকে প্রতিরোধ করে।

 আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে পুদিনা কাবাব রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ৫০০ গ্রাম মুরগির মাংস

২. এক চা চামচ আদা মিহি কুচি

৩. দুই টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি

৪. এক টেবিল চামচ গরম মসলার গুঁড়ো

৫. দুই চা চামচ জিরার গুঁড়ো

৬. স্বাদমতো লবণ

৭. চার টেবিল চামচ পুদিনা পাতা কুচি

৮. দুই টুকরো পাউরুটি

৯. একটি ডিম

১০. সামান্য পরিমাণ ময়দা

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, আদা মিহি কুচি, পেঁয়াজ মিহি কুচি, গরম মসলার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, পুদিনা পাতা কুচি, ব্রেড, ডিম ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে কাঠিতে গেঁথে নিন।

ফ্রাইপ্যানে তেল দিন। এতে কাঠিতে গাঁথা মুরগির মাংসগুলো দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পুদিনা কাবাব। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য