কাবাবের উপকরণ প্রস্তুত থাকলে ঝটপট তৈরি করা যায়। এতে পাঁচ-দশ মিনিট সময় লাগে। অনেকে প্রস্তুত করে ফ্রোজেন করে রাখেন। অতিথি আপ্যায়ন বা বিকেলের নাশতায় যখন খুশি আমরা ডুবো তেলে ভেজে তৈরি করতে পারি মজাদার কাবাব। তবে স্বাস্থ্য বিবেচনায় ঘন ঘন তৈলাক্ত খাবার খাওয়া অনুচিত।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন কাবাব তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে।
উপকরণ
১. মুরগির মাংস মিশ্রিত সেদ্ধ ডাল
২. পেঁয়াজ কুচি
৩. কাঁচামরিচ কুচি
৪. ধনেপাতা কুচি
৫. ডিম
৬. ব্রেডক্রাম্ব
৭. স্বাদমতো লবণ
৮. কাবাব মসলার গুঁড়ো
৯. পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মুরগির মাংস মিশ্রিত সেদ্ধ ডাল নিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, ডিম, ব্রেডক্রাম্ব, লবণ ও কাবাব মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
এবার গোলাকার করে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন কাবাব।
মন্তব্য