ফরিদপুরে ভাঙ্গায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ খাঁকান্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে বলে এতথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান।
পুলিশ জানায় একই গ্রামের মাসুদ শেখের এর বাড়িতে গভীর রাতে গাঁজা বিক্রি করছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকৃতরা হলেন- মোকসেদপুর উপজেলা বাহারা গ্রামের মৃত্য তফসির খান ছেলে কামাল খাঁন (৪৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম( ৩৫)।
ভাঙ্গা থানা পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ জানায়, ভাঙ্গা থানার একদল পুলিশ সোমবার (১০)নভেম্বর দিবাগত রাত১১ টার টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের খাঁকান্দা গ্রামের মাসুদ শেখের ভাড়া বাড়িতে দীর্ঘদিন যাবত স্বামী ও স্ত্রী মিলে গাঁজা বিক্রি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় এ সময় ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য