ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মম সিদ্দিক মিয়া ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান আলগী ইউনিয়নের চেয়ারম্যান।
রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজকের দর্পণ পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান।
স্থানীয় সূত্র মতে, মম সিদ্দিক মিয়া দীর্ঘদিন যাবত ভাঙ্গায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত থাকার পাশাপাশি তিনি ছিলেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির একজন আস্থা ভাজন বিশ্বস্ত নেতা। গত জাতীয় সংসদ নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দলজনিত কারণে তিনি নিক্সন শিবির থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ পক্ষে নির্বাচন করেন এবং পুনরায় আওয়ামী লীগে যোগদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক সংসদ সদস্যর নেতা কর্মীদের দ্বারা নিপিরিত ও নির্যাতনের শিকার হন বিএনপি ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
গত ৫ই আগস্ট ভাঙ্গা পৌর সভার কাপুড়িয়া সদরদী রেললাইন এলাকায় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে জনৈক ছাত্র দল নেতা।ওই মামলায় আলগী ইউনিয়নের চেয়ারম্যান মম সিদ্দিক মিয়া আসামি সহ তার বিরুদ্ধে বিবিধ অভিযোগ থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে মম সিদ্দিক মিয়া গ্রেপ্তারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা নিঃশর্তে মম সিদ্দিক মিয়ার নিঃশর্তে মুক্তিসহ শারীরিকভাবে চরম অসুস্থ থাকার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের করেন। প্রসঙ্গত কারণে আরও উল্লেখ্য থাকে যে গত ৫ই আগস্ট এর পর ভাঙ্গা উপজেলায় ছাত্রদলের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়েরের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী শূন্য। মামলার পর থেকে আসামিপক্ষ গ্রেপ্তার এরাতে নিরাপদ অবস্থায় নিজেদের মত গা ঢাকা দিয়েছে।
মন্তব্য