পাংশায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা 

  • পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ০২:১০:০০
  • কপি লিঙ্ক

"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালন করা হয়েছে।  

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদর রহমান রুবেল'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস পাংশা স্টেশন কর্মকর্তা মো. রয়েল আহম্মেদ প্রমূখ।

আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড হলে করণীয় বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে নিজেদের রক্ষায় বিভিন্ন কলাকৌশল এবং উদ্ধার তৎপরতা প্রদর্শন করা হয়। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এ কলাকৌশল প্রদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য