রাজবাড়ীর পাংশায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ড ও বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৬টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ টিন ও চেক বিতরণ করা হয়।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক-২০২৩-২৪ অর্থবছরের "মানবিক সহায়তা কর্মসূচির আওতায়" উপজেলায় অগ্নিকাণ্ড ও বণ্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৬টি অসহায় পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে নগদ অর্থের চেক প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমান আলী সরদার ও মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক উপস্থিত ছিলেন।
মন্তব্য