পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ ১২:১০:০০
  • কপি লিঙ্ক

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষকবৃন্দের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (০৫ অক্টোবর) সকাল ১০.৩০টায় পাংশা সরকারি কলেজ থেকে একটি র‍্যালি বের হবে।   র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেল'র সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, পাংশা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শরিফুল ইসলাম, পাংশা আইডিয়াল গার্স কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ ওহিদুজ্জামান (ডাব্ল), পাংশা শাহজুঁই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু মুসা আশারি, পাংশা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনোয়ার হোসেন, পাংশা মহিলা কলেজের ভুগোল বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুস, চরঝিকড়ী এস এইচ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস কাচারীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সিদ্দিকুর রহমান, পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. খলিলুর রহমান, রুপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সামসুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম। এছাড়াও পাংশা উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষকগণ তাদের বক্তব্যে বলেন, বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের মাধ্যমে আমাদের (শিক্ষক) মধ্যে যে সকল বৈষম্য রয়েছে তার অবসান চাই। বিশেষ করে সরকারি, বেসরকারি, আধা-সরকারী, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্কেলের বৈষম্য দূর করা অতি প্রয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে এই বৈষম্য নিরসনের জোর বাদি জানান তারা।

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য