রাজবাড়ীর পাংশায় সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি’র এর নেতার বিরুদ্ধে। গাছগুলো নিজের বলে দাবি করেছেন অভিযুক্ত ওই বিএনপি নেতা। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দুই বিএনপি নেতার নাম মো. আকবর আলী মণ্ডল ও আব্দুল খালেক প্রামানিক। মো. আকবর মণ্ডল মাছপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রামানিক।
জানা যায়, লক্ষণদিয়া গ্রামরে মণ্ডলপাড়া গ্রামের একটি সরকারি হালোট ও উপজেলা এলজিইডির একটি সড়কের পাশ দিয়ে শিশুগাছ, রেন্টি কোরইগাছ ও আমগাছ সহ বিভিন্ন জাতের বেশ কয়েকটি গাছ রয়েছে। রাস্তার পাশ দিয়ে থাকা এ গাছগুলো স্থানীয় মো. আকুব্বর মন্ডল নামের এক ব্যক্তি ৯২ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি আমগাছ ও একটি শিশুগাছ কাটা হয়েছে। এ সময় স্থানীরা গাছ কাটতে বাধা দেয়।
এ সময় অভিযুক্ত মো. আকবর আলী মন্ডল বলেন, এই জমি আমার। প্রায় ৩০ বছর পূর্বে এই জমিতে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। এখন আমার টাকার প্রয়োজন তাই গাছগুলো বিক্রি করে দিয়েছে। এখানে অন্য কিছু হয়নি।
অভিযুক্ত আব্দুল খালেক প্রামানিক বলেন, আকবরের গাছ আকবর বিক্রি করে দিয়েছে। বিন্তু এলাকার কিছু সন্ত্রাসী গ্রুপের লোকজন কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য বাধা দিচ্ছে।
স্থানীয়রা জানান, গাছগুলো সরকারি রাস্তার পাশ দিয়ে এবং সরকারি গাছ। এলাকার বিএনপি নেতা আকবর আলী মন্ডল এই গাছগুলো আবু সাইদ নামের এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে। সরকারি গাছ তিনি বিক্রি করতে পারেন না। এ জন্য এলাকার অনেকেই গাছ কাটায় বাধা দিয়েছে।
গাছ ব্যবসায়ী আবু সাইদ বলেন, আমি মাধ্যম হয়ে আকবর আলী মন্ডলের কাছ থেকে সেলিম নামের এক গাছ ব্যবসায়ীকে কিছু গাছ কিনে দিয়েছি। সেখানে ছোট-বড় মিলে মোট ৮-১০টি গাছ হবে। গাছের দাম ধরা হয়েছে ৯২ হাজার টাকা। এর মধ্যে আকবর আলী মণ্ডলকে ৫৭ হাজার টাকা অগ্রীম দেওয়া হয়েছে।
মন্তব্য