ফরিদপুরের সদরপুরে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে। সকাল ১০ টায় সদরপুর সরকারি কলেজ মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনের পক্ষে মিছিল করে। অপরদিকে সকাল সাড়ে ১১ টায় সদরপুর যুবলীগের সভাপতি ও সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে যুবলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্মীরা বিদ্যমান কোটা রাখার পক্ষে মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই কলেজ মোড়ে পুলিশ মোতায়েন ছিল। সকাল ১০টার দিকে সদরপুর সরকারি কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কলেজ মোড় চত্বরে জমায়েত হয়। এক পর্যায়ে তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগানসহ মিছিল দেয়। পুলিশ অনতিবিলম্বে মিছিলের বাঁধা দিলে শিক্ষার্থীরা আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। পুলিশ সেখানেই শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবানা পারভীন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল ও স্থানীয় ইউপি জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ও সহযোগীতায় শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়।
এদিকে, সাড়ে ১১ টায় সদরপুর যুবলীগের সভাপতি ও সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে যুবলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্মীরা বিদ্যমান কোটা রাখার পক্ষে মিছিল করে। মিছিলটি হাসপাতাল মোড় থেকে মেইন রোড হয়ে কলেজ মোড়ে শেষ হয়। মিছিল শেষে শহিদুল ইসলাম বাবুল সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমরা আপাদমস্তক বাঙালী, আমরা শেখ হাসিনার সফল নেতৃত্বের প্রতি অনুগত। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আজীবন লড়ে যাব। যে কোন অপশক্তিকে রুখে দেয়ার ক্ষমতা আমাদের আছে।
মন্তব্য