সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, সালথায় যুবলীগের আনন্দ মিছিল

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১০:১১:০০
  • কপি লিঙ্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল  ঘোষণা হওয়ায় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশে সালথায় আনন্দ মিছিল করেছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। 

মঙ্গলবার সন্ধ্যা৭ টায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল ২০২৪ সালের ৭ই জানুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে বলে তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণা হওয়ার পরপরই সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা।

সালথা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বাবর আলী, সাব্বির মিয়া, হাসান মেম্বার, মকিম মেম্বার, মজনু মেম্বারসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফরিদপুর- ২ আসনের মাটি লাবু চৌধুরীর ঘাটি। আমরা শতভাগ বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকেই আবারো দলীয় মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই লাবু চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য