চরভদ্রাসন উপজেলা ছাএলীগের নব গঠিত কমিটির আনন্দ মিছিল

  • চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি :
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন  উপজেলায়  ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা শুক্রবার  বিকালে আনন্দ    মিছিল বের করে।

চরভদ্রাসন  উপজেলা ছাত্রলীগের সময়োপযোগী কমিটি অনুমোদন দেয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ও ফরিদপুর জেলা ছাত্রলীগকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ    মিছিল বের করা হয়।

আনন্দ    মিছিলটি চরভদ্রাসন  উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি মোকাদ্দেস হোসাইন    ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান মৃধা। 

তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন  এবং ,সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান   সহ ফরিদপুর  জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ  সম্পাদক মোঃফাহিম আহামেদ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য