সালথায় গাঁজাসহ মাদক কারবারি আটক

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় ১০০ গ্রাম গাঁজাসহ ইমন মোল্যা (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সালথা থানা পুলিশ।

মঙ্গলবার (১৪) বিকাল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার থেকে গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ইমন মোল্যা মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি গ্রামের ফরিদুজ্জামান মোল্যার ছেলে। 

আটকের সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই তন্ময় চক্রবর্তী বলেন, আমি ও এস আই ফরহাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। সে একজন পেশাদার মাদক কারবারি। 

তিনি আরও বলেন, এব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য