মেহের আফরোজ শাওন আটক

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:০২:০০
  • কপি লিঙ্ক

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে রাজধানী থেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।

আজ রাতে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। 

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য