ফরিদপুরের সালথায় বাবু মাতুব্বর (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রাম এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ বাবু মাতুব্বরকে আটক করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, ইয়াবাসহ আটককৃত বাবু মাতুব্বরের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য