জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালটবাক্স ছিনতাই করে ভাংচুর ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম উবাইয়ের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনায় ঢাকার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন।
অভিযোগে উবায় বাদে বাকি আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহাদাত হোসেন অনু, মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের মাহমুদুর রহমান নাজিদ, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের তৌফিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের তারেক হাসান সরকার, ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের সাইফুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রকি আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শাহীন আলম ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ সেশনের ইয়াসির মুহাম্মদ ফাহাদ।
অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪-২৫ এর ভোটগ্রহণ চলছিল। এতে বেলা ১২.৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। এরপর ভোটগণনার প্রাক্কালে আসামি ওবায়দুল ইসলাম উবায়ের নেতৃত্বে অন্যান্য আসামিরা সাংবাদিক সমিতির ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালটবাক্স ছিনতাই করে এবং ব্যালট পেপার ছিঁড়তে থাকে। এতে নির্বাচন কমিশনারগণ বাধা দিলে আসামিরা তাদের দিকে ধেয়ে যায়।
এ সময় প্রতিবাদ করে ছবি তুলতে গেলে আসামি উবায়, অনু ও নাজিদ দ্যা নিউজ ২৪.কমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইব্রাহীম খলিল ও দৈনিক কালের কণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুনায়েত শেখের ওপর কিল-ঘুষি মেরে জখম করে। এরপর আসামিরা দাঙ্গা সৃষ্টি করে নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে বলে। অন্যথায় তারা নির্বাচন কমিশনারগণসহ উপস্থিত ভোটারদের প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যালটবাক্স ভাংচুর ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার ঘটনার প্রমাণ পেলে এটিকে মামলায় রূপান্তর করা হবে।
মন্তব্য