দুই সহোদর শিশুকে জবাই, বাবার বিরুদ্ধে অভিযোগ

  • অনলাইন
  • শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ০৬:১১:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর পল্লবীতে ২ ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিহত শিশুদের নাম রোহান (৭) ও মুসা (৩)।
শনিবার (১৬ নভেম্বর) পল্লবীর হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুই ছেলেকে হত্যার পর মো.আহাদ নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পল্লবী থানার এসআই সোহান মোল্লা বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ঘাতক বাবা আহাদ তার দুই সন্তানকে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

এসআই জানান, ঘটনার সময় নিহত শিশুদের মা বাইরে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য