প্রতিপক্ষকে ফাঁসাতে সাতক্ষীরার তালা উপজেলায় আটারই গ্রামে ডাকাতির নাটক সাজানো অভিযোগ । এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান ও তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির নামে সাজানো নাটকের সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা যায়, গত ২১/১২/২৪ ইং তারিখ সন্ধ্যা ৫.৩০ মিনিটের সময় জমি সংক্রান্ত ঘটনায় আছিয়া খাতুন (১৯) কে পিটিয়ে ডান হাতের এল হাড় ভেঙ্গে দেয় প্রতিপক্ষ শহিদুল্ল্যাহ গোলদার (৩৮) গংরা। এ ঘটনায় তালা থানায় বাদী হয়ে একটি এজাহার দায়ের করে। পরে মামলা রেকর্ড পূর্বক আসামি শহিদুল্ল্যাহ গোলদার (৩৮) কে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।
গত ২৮/১২/২৪ রাত ১১.৩০ মিনিটের সময় শহিদুল্ল্যাহ গোলদার জেলে থাকাবস্থায় তার ঘরের কাপড়-চপুড় ছড়িয়ে দিয়ে চোর চোর বলে চিৎকার করে তা স্ত্রী সহ সহযোগিরা।
এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর সরেজমিনে তদন্তে গেলে সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী, মো. হাসান আলী সরদার জানান, “রাত্রে চুরি চুরি বলে চিৎকার দেয়, সকালে বলে ডাকাতি” আসল ঘটনা সব সাজানো নাটক।
তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিনুর রহমান জানান,পক্ষ প্রতিপক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করিয়া মারামারি সংঘঠিত হইলে তালা থানায় মামলা রুজু হয়। উক্ত মামলায় আসাসি শহিদুল্ল্যাহ গোলদার গ্রেপ্তার হয়ে জেল হাজতে আটক থাকায় প্রতিপক্ষকে ফাঁসাতে অত্র ঘটনার সৃষ্টি করা হয়। ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
মন্তব্য