গত দুই নভেম্বর কুষ্টিয়ার সদর থানাধীন কুমড়াপাড়া এলাকার সরকারি শিশু পরিবার থেকে রাইহান হোসেন রিজভী (১২) একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হারিয়ে গিয়েছে। হারানো ফুফাতো ভাইকে ফিরিয়ে পেতে সহযোগিতা চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সহযোগিতা চান তিনি।
সংবাদ সম্মেলনে ফাতেমা বলেন, গত ২ নভেম্বর রিজভী কুষ্টিয়ার সদর থানাধীন সরকারি শিশু পরিবার বালক থেকে হারিয়ে যায়, কিন্তু এতিমখানা কর্তৃপক্ষ দুইদিন পরে অর্থাৎ চার নভেম্বর আমাদের জানায়। এরপর থেকে এতিমখানা থেকে কোন স্টেপ নেওয়া হয়নি। চার তারিখ নিখোঁজ রিজভীর ব্যাগ খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এ পাওয়া যায় কিন্তু আজ ছয় দিন হতে চলল রিজভীর কোন খোঁজ মেলেনি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রশাসনের কাছে বিষয়টি অবগত করি।
তিনি আরো জানান, এ বিষয়ে এতিমখানা তত্ত্বাবধায়ক মৌলভি ইলিয়াস হোসেন রিজভী দাবি করেন তার ভাসতে উল্লেখ করে কুষ্টিয়ার সদর পুলিশ স্টেশনে একটি জিডি করেন এবং তার জিডির উল্লেখিত সম্পর্ক সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আপনারা আমাকে সাহায্য করুন আমার ভাইকে হারিয়ে আমি সহ আমরা পুরো পরিবার দিশেহারা হয়েছি। কিভাবে আমরা ভাইকে ফিরে পাবো বুঝে আসেনা। আমার ভাই এখন কোথায় কি অবস্থায় আছে জানেনা। আমার ভাইকে খুঁজে পেতে আপনারা আমাদের সাহায্য করুন।
মন্তব্য