জগন্নাথ বিশ্ববিদ্যালয় পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শতাধিক শিক্ষার্থী নিয়ে এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে।
সোমবার (১০ মার্চ) পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রকল্যাণ সংসদের সভাপতি ফয়সাল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ।
ইফতার মাহফিলে জেলা ছাত্রকল্যাণ সংসদের উপদেষ্টামন্ডলী, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, আগে আমাদের জেলা কল্যাণ একটি ছাত্র সংগঠনের হাতে নিবদ্ধ ছিল। এখন আমাদের ছাত্র কল্যাণ এমন আর নাই। সব সংগঠনের সবার অংশগ্রহণ এখন রয়েছে।
জেলা ছাত্রকল্যাণের প্রধান পৃষ্ঠপোষক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আক্তার সিদ্দিক বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা ছাত্রকল্যাণকে এগিয়ে নিতে হবে।
মন্তব্য