আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আযাদের পুত্র বাংলাদেশ মসজিদ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মুশফিক বিল্লাহ জিহাদের আয়োজনে ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বলতলা সুলতানিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সম্যান (মাক্কা) এর ডেপুটি ডিরেক্টর মুশফিক বিল্লাহ জিহাদ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামচুদ্দিন মিয়া ঝুনু, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব, শাহ মুহম্মদ হাবিবুল্লাহ মিয়া, কাজী ইলিয়াস হোসেন, পিআর এক্সিকিউটিভ ও মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সম্যান (মাক্কা) সাওফান আজাদ, যদুনন্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মো. হুমায়ুন খান, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা মিরান হুসাইন, জিয়া মঞ্চ সালথা উপজেলা শাখার আহবায়ক মো. ফরিদ হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এছাড়া মজলুম দেশ ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে হাজারও রোজাদার মিলে ইফতার করা হয়।
মন্তব্য