বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনস্থ সারাদেশে প্রায় পাচ সহস্রাধিক কর্মকর্তা ২০০৭ সাল ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ করার পাশাপাশি যাবতীয় তথ্যাদির কাজ করে আসছে।
এমতাবস্থায় স্বাধীন নির্বাচন কমিশন সংবিধিবদ্ধ নতুন কমিশনের কাছে স্থানান্তর করার কুট কৌশলের বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাতিল করার দাবী জানিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মানববন্ধন ও কর্ম বিরতি পালন করেছে।
ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের সামনে কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা নির্বাচন অফিসার মো. হাঁচেন উদদীন, অফিস সহকারী শাহিন হোসেন, ডাটা এন্টি অপারেটর বিথি খানম, চিন্ময় দাস, স্ক্যানিং অপারেটর লালন হোসেনসহ অফিস কর্মচারীগণ। এসময় উপস্থিত থেকে সহমর্মিতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্যবৃন্দ।
মন্তব্য