ভাঙ্গায় বিএনপি সভাপতির শীতবস্ত্র কম্বল বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর  : 
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ ১১:০১:০০
  • কপি লিঙ্ক

গত দুদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি। কিন্তু ঘরে বসে থাকলে সংসার চলবে কি করে? জীবীকার তাগিদে ঘর ছেড়ে শীতের রাতে বেড় হয়েছি কিন্তু কম্বলখানা পেয়ে বড্ড উপকার হলো। এভাবেই  কথাগুলো বলছিলেন বিএনপি সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে জড়িয়ে ভ্যান চালক আলী আকবর।

বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার পৌর এলাকায় শীতের রাতে অসহায় ভ্যান চালক ও ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। পৌর এলাকার নতুন পৌর ভবন এলাকায় ও দক্ষিণ পার বাসস্ট্যান্ড, থানার সামনে ও কলেজ পাড়ে তিন শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। 

শীতের রাতে একটা করে কম্বল পেয়ে বেশ খুশী ভ্যান চালক ও ভাসমান মানুষে। রহমান নামের একজন ভ্যান চালক বলেন, অসহায় মানুষের শীত কষ্টের কথা মনে করে বিএনপি নেতা আমাদের জন্য কম্বল এনেছে এটা রাজনৈতিক নেতার বিশেষ উদারতা। এজন্য তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপি'র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান খান রাজু, যুবদল নেতা রওনক মুন্সী, শ্রমিক নেতা মনিরুজ্জামান মনি, সদরপুর কলেজের যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন সরদার, নুরুল্লাহগঞ্জ ইউনিয়ন ছাত্রনেতা সজীব, ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাফিজুল ইসলাম মাহফুজ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য