চরভদ্রাসনে আগাম তরমুজ বাজারে ক্রেতাদের ভিড়

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন বাজারে আগাম তরমুজের দেখা মিলছে। সাধারণত শীতের শেষে এপ্রিল-মে মাসে তরমুজের ভরা মৌসুম শুরু হলেও চলতি বছর ফেব্রুয়ারির শেষ থেকেই বাজারে তরমুজ উঠতে শুরু করেছে। তবে অসময়ের এ তরমুজের দাম তুলনামূলকভাবে বেশি, 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর বাজারে তরমুজ বিক্রির এমন দৃশ্য দেখা যায়। ফুটপাতের পাশে সারিবদ্ধভাবে তরমুজ সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। বেশিরভাগ তরমুজই ছোট ও মাঝারি আকারের হলেও দাম বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সদর বাজারে তরমুজ কিনতে আসা  মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, “ছেলেমেয়েদের তরমুজ খুব পছন্দ। তাই ৬০০ টাকায় দুটি তরমুজ কিনেছি।” অন্য এক ক্রেতা, মোঃ নুর-আলম বলেন, “দাম বেশি হলেও বছরের নতুন ফল, তাই কিনেছি। তবে তরমুজের দাম অত্যন্ত বেশি মনে হচ্ছে।”

রমজানের আগমনের সঙ্গে সঙ্গে ইফতারে তরমুজের চাহিদা বাড়তে শুরু করেছে। অনেকেই ইফতারে তরমুজের শরবত পান করতে পছন্দ করেন। এদিকে, শীতের আমেজ কমতে থাকায় গরম বাড়তে শুরু করেছে, যা তরমুজের বাজার চাঙা করার আরেকটি কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা যায়, তরমুজের দোকানে ক্রেতাদের উপস্থিতি অন্যান্য দোকানের তুলনায় বেশি। কেউ দরদাম করে তরমুজ কিনছেন, আবার অনেকে দাম বেশি হওয়ায় ফিরে যাচ্ছেন।

জানা গেছে, সাধারণত ডিসেম্বর মাসে তরমুজের আবাদ শুরু হয়, এবং এপ্রিল-মে মাসে থাকে ভরা মৌসুম। তবে এবার মার্চের শুরুতেই বাজারে আগাম তরমুজ উঠতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে।

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য