বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয় তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণ পাড় বাস স্ট্যান্ড মোড়ে আজ বিকেলে ভাঙ্গা উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের পদপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডের সামনে ছাত্রদল নেতা মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, আলমগীর কবিরাজ, পৌর বিএনপি নেতা এমএ ওয়াদুদ।
এছাড়াও তরিকুল ইসলাম আরিফ, জুবায়ের হোসেন, হাদিয়ুজজামান খান রাজু মুন্সী সুমন ভুলু, যুবদল নেতা ফারদিন হাসান উজ্জল, রনক মুন্সী, শ্রমিক নেতা ফারুক মুন্সীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রদল নেতা মীর্জা আমিরুল তিতু।
অনুষ্ঠান পূর্বে ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে শুরু হয়ে বিশাল একটি মিছিল খন্দকার সেলিমের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ পাড় বাস স্ট্যান্ডের সভাস্থলে যোগ দেয়।
মন্তব্য