দ্রব্যমুল্য কমানো সহ বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ কয়েক দফা দাবীতে আজ গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার আহবানে আজ সোমবার দুপুরে গাইবান্ধা রেল গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে রেলগেট এলাকায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন কমরেড আহসানুল হাবীব সাঈদ,সিপিবির কেন্দ্রিয় নেতা মিহির ঘোষ,কমরেড নিলফার ইয়াসমীন শিল্পী,সিপিবি নেতা মোস্তাফিজুর রহমান,বাসদ আহবায়ক কমরেড গোলাম রব্বানী,সুকুমার মোদক সহ অন্যরা। বক্তারা বলেন,দেশে সৈরশাসন চলছে। রাজণৈতিক অস্থিরতার কারনে দ্রব্যমুল্যের উর্ধ্বগত। সাধারন মানুষ আর কুলিয়ে উঠতে পারছেনা। বক্তারা বলেন সভা সমাবেশে হামলার করে আন্দোলন দমিয়ে রাখা যাবেন। আমরা সরকারের পদত্যাগ চাই এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন করতে হবে।
মন্তব্য