টাঙ্গুয়ার হাওড়ে নেমে ব্যাংক কর্মকর্তা  নিখোঁজ

  • তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 
  • রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১২:১০:০০
  • কপি লিঙ্ক

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে সাঁতার কাটতে গিয়ে ঢাকা জনতা ব্যাংকের এক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওড়ের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যান। পরে টাঙ্গুয়ার সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করতে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এ সময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে ছবি তোলার একপর্যায়ে ডুবে যান আলী হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য