জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি সালথা উপজেলার শতাধিক আ'লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে উপভোগ করেছেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে ফরিদপুর শহরের বনলতা সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান।
এসময় আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ও
আবু নাসের হুসাইন, সালথা:হাব, গিয়াস উদ্দিন গিয়াস,
যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিকুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদনদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, মো. বাকি বিল্লাহ সহ শতাধিক নেতাকর্মী হলের পর্দায় এ সিনেমাটি উপভোগ করেন।
এর আগে গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরেফিন শুভ।
ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।
মন্তব্য