গট্টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন খোরশেদ খান 

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১০:০৮:০০
  • কপি লিঙ্ক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মোঃ খোরশেদ খান।

 আজ শুক্রবার দুপুরে গট্টি ও আটঘর ইউনিয়নের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। জানা যায়, মোঃ খোরশেদ খান গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নিজেকে প্রার্থী হিসেবে অনেক আগেই ঘোষনা দেন। ইউনিয়নের ভোটারদের মনে জায়গা করে নেন। খোরশেদ খান ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

খোরশেদ খান বলেন, আমি কয়েক বছর ধরে জনগণের দ্বারে দ্বারে ঘুরছি। ইউনিয়নের জনগণ আমার সাথে আছে। তিনি জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য