ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ম্যনেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ তালুকদার।
জাতীয় প্রথমিক শিক্ষা পদক- ২০২৩ প্রদান উপলক্ষে সালথা উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতার চুড়ান্ত তালিকায় উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান সাক্ষরিত পত্রে মো. মোশাররফ তালুকদারকে সালথা উপজেলার প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করে মো. মোশাররফ তালুকদার বলেন, আমার এ প্রাপ্তি আমি আমার কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থীদেরকে উসর্গ করছি । সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই ধারাবাহীকতা বজায় রেখে আমি আমার শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও সমাজের মানুষের কল্যাণে কাজ করতে পারি।
মন্তব্য