সদরপুরে অগ্নিকান্ডে গরুসহ বস্মিভূত ২ ঘর

  • সদরপুর অফিস:
  • সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৫:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে গরুসহ ২ টি ঘর বস্মিভূত হয়েছে। রবিবার (৩ সেপ্টম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের চৌকদার ডাঙ্গী গ্রামে শেখ করিমের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ২টি গোয়াল ঘর, ১টি গরু ও ৩টি ছাগল পুড়ে যায়। এতে প্রায়  ৩ লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
 শেখ রহিম জানায়, তিনি গোয়াল ঘরে মশার কয়েল জালিয়ে ঘুমাতে যায়। রাত ২টার দিকে পাশের বাড়ির এক মাহিলা আগুন দেখে চিৎকার করে। পরে প্রতিবেশীরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরও জানান, মশার কয়েল থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করছি ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা রাশেদা বেগম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য