গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুপ খননের সময় কুপের গভীরে কাঁদা-মাটিতে আটকা পরে সাহারুল ইসলাম (১৯) নামে এক কুপ তৈরি শ্রমিক নিহত হয়েছে। নিহত সাহারুল কাইয়াগঞ্জ এলাকার আজিজুল ইসলামের পুত্র। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামে এ ঘটনা ঘটে।
স্থনীয়রা জানান, নিহত সাহারুল ইসলাম একই গ্রামের সিপন মিয়ার বাড়ীতে পুরাতন একটি কুপের পাশে আরেকটি নতুন কুপ খননের কাজ করছিল। এ সময় নিহত সাহারুল ইসলাম পুরাতন কুপের মাটি ও ময়লা পানিতে আটকা পড়ে। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ২ ঘন্টা পর কাঁদা মাটির মধ্যে আটকা পড়া অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, কাঁদা-মাটিতে আটকা পরে তার মৃত্যু হয়। আমরা প্রায় ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
মন্তব্য