বিয়ের পাত্রী দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত 

  • নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
  • বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ ১১:০১:০০
  • কপি লিঙ্ক

বিয়ের পাত্রী দেখতে যাচ্ছিলেন একই পরিবারের সদস্যরা। কিন্তু কে জানতো এযাত্রাই ছিল তাদের জীবনের শেষ যাত্রা। কন্যার বাড়িতে পৌঁছে যাওয়ার আগেই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন মহিলাসহ একই পরিবারের ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। হতাহতদের উদ্ধার করেছে পুলিশ।  আহতদের ভর্তি করা হয়েছে চিকিৎসা কেন্দ্রে।

দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের গেরদা ইউনিয়নের কাফুরা রেল ক্রসিংয়ে। ঢাকাগামী ট্রেনের ধাক্কায় একই পরিবারের পাঁচজন নিহত  ও চারজন আহত হওয়ার ঘটনায় এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রমতে জানা যায়, নিহতদের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী। তাদের এক মেয়েও রয়েছেন এবং আহত হয়েছেন আরেক মেয়ে। তারা সবাই নারায়ণগঞ্জের ভুয়া বাড়ি এলাকায়।

হাসপাতালে চিকিৎসাধীন তাসরি নামে এক তরুণী জানান, নারায়ণগঞ্জের ভূঁইয়া বাড়ি থেকে সদরপুরের চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন বিয়ের জন্য মেয়ে দেখতে। তবে কার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী  অসতর্কতায় (দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই) রেল ক্রসিং পার হচ্ছিল। ট্রেনের সিডিউল মোতাবেক ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেসের একটি ট্রেনের সাথে ধাক্কায় লাগে এবং দুর্ঘটনায় মাইক্রোবাস যাত্রীসহ পাশের খাদে পড়ে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য