রাজিবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের ত্রাণ দিলেন- জেলা প্রশাসক

  • আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ
  • সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

জেলা প্রশাসনের উদ্যেগে সিরাজগঞ্জ বাগবাটী রাজিবপুর অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের করোনায় ক্ষতিগ্রস্থ ২০০ শিক্ষার্থীদের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। 

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগবাটী রাজিবপুর অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের করোনায় ক্ষতিগ্রস্থ ২০০ শিক্ষার্থীদের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগী ইমরান হাসমীর সভাপতিত্বে সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

প্রধান অতিথি বলেন- জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনায় ক্ষতি পুষিয়ে উঠতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে  আর্থিক ও খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছেন। এখনো সরকারী বেসরকারী সাহায্য সহযোগীতা চলমান রয়েছে।

তিনি আরো বলেন- জীবন জীবিকা ঠিক রাখতে স্বাস্থ্যবিধি মেনে ও মাক্স পরিধান করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। করোনা নির্মুলে মাক্স এর বিকল্প নেই। সুন্দর পরিবেশে শিক্ষাদানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও থেরাপি হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানান জেলা প্রশাসক ।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শরিফা খাতুন, থেরাপি পরিচালক মোছা. তাহমিনা করিম, উপ-পরিচালক মোছা. আমিনা খাতুন, ভুমিদাতা ও ম্যানেজিং কমিটির সদস্য মো. রনজু আহমেদ, সিনিয়র সহকারী শিক্ষক মো. ফয়সাল হোসেন, শিক্ষক বেলাল হোসেন,আব্দুল মতিন, মো. সুজন, মেরাজুল ইসলাম, শিক্ষিকা মোছা. হাফিজা খাতুন, মোছা. মুক্তি খাতুন, মোছা. আদরী খাতুন, সীমা খাতুন ও মোছা. রোজিনা সহ শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য