জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে দিনব্যাপী ফ্যাক্ট চেকিং এবং তথ্য অধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠানিক হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে ফটোগ্রাফি সোসাইটির নিজস্ব অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী হওয়া এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ থেকে বাচাইকৃত ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। কর্মশালাটি দুটি সেশনে বিভক্ত ছিল। প্রথম ফ্যাক্ট চেকিং বিষয়ক সেশনটি পরিচালনা করেন জবি ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম।
এছাড়াও তথ্য অধিকার বিষয়ক দ্বিতীয় সেশনটি যৌথভাবে পরিচালনা করেন ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম এবং সোসাইটির সহ-সভাপতি ছাবেকুন মোস্তফা।
কর্মশালা আয়োজক জবি ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম কর্মশালা সম্পর্কে বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর থেকে ফটোগ্রাফি সহ নিত্য নতুন বিষয়ে জবি শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করে আসছি তারই ধারাবাহিকতায় আমরা ফ্যাক্ট চেকিং ও তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছি। আমি আশা করি ভবিষ্যতেও আমার এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ হতে সহায়তা করতে পারব।
মন্তব্য