ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

  • অনলাইন
  • রবিবার, ০৪ আগস্ট ২০২৪ ০৩:০৮:০০
  • কপি লিঙ্ক

শিক্ষার্থীদের এক দফা আন্দোলনকে ঘিরে সারাদেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের গুজব। গুজব, অসত্য তথ্য প্রতিরোধে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা।

রবিবার (০৪ আগস্ট) বেলা ১টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এক নির্দেশে দুপুর ১২ টার দিকে মোবাইল অপারেটরদের ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল।

পাঁচ দিন পর  ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। আর ১০ দিন পর গত ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়।

কিন্তু ৩১ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হইয়েছিল এসময়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল।  ৩১ জুলাই বেলা ২টার পর থেকে বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালু করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য