ঢাকা মেট্রোপলিটন পুলিশের বড় পদের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের সকলে উপপুলিশ কমিশনার পদমর্যাদার। মঙ্গলবার (৯ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়।
বদলিকৃতদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয় একই আদেশে।
এর আগে রোববার (৭ জুলাই) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
আদেশে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮-এর অধিনায়ক, র্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল আবদুর রহমানকে র্যাব সদর দপ্তরের অপারেন্স উইংয়ের পরিচালক, র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩ এর অধিনায়ক হিসেবে বদলি হয়েছে।
এ ছাড়া র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এবং র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরকে র্যাব-৫ এর অধিনায়ক হিসেবে বদলি হয়েছে।
মন্তব্য