সদরপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব অনুষ্ঠিত

  • নুরুল ইসলাম সদরপুর থেকে 
  • সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১১:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নতুন বছর ১৪৩২ কে বরণ করা হয়েছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আবহমানকাল বাংলার ঐতিহ্য বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সুস্বাদু পান্তা ভাত খাওয়া এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 

সোমবার (১৪ মার্চ ২০২৫ ইং , ১ বৈশাখ ১৪৩২ বাং) সকাল ৮টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে।  এবারের প্রতিপাদ্য ছিল নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি।

সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ হলরুমে আলু ভর্তা, রুই মাছ ভাজা, শুকনো মরিচ ভাজা ও কাঁচামরিচ দিয়ে লাল চালের পান্তা ভাত খাওয়ান হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। 

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোতালেব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ,উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোফাজ্জেল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য