ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কর্মী উন্নয়ন সভা হয়।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত রেড চিলি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ট্রেনিং ইনচার্জ মো. জামিল উদ্দিন মিন্টু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফরিদপুর বিভাগীয় অফিসের এডিও ইনচার্জ সাজেদ মাতুব্বর, এএডি মিসেস কামরুন্নাহার জুথিসহ বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের আলফাডাঙ্গা জোনাল অফিসের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য দেন।
বক্তারা গ্রাহকদের বীমা সম্পর্কে সচেতনতা তৈরী ও কর্মীদের মনোবল বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করা হয়। এসময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের প্রায় দুই শতাধিক গ্রাহক ও কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য