ফরিদপুরের সদরপুরে হেরোইনসহ দুই যুবককে আটক করেছে সদরপুর থানা পুলিশ। ফরিদপুরের সদরপুরে হেরোইনসহ দুই যুবককে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার পূর্ব শ্যামপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার এসআই মো. মিরাজুল কাজী ও এসআই রাসেল শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের আটক করা হয়।
আটককৃতরা হল সদরপুর ইউনিয়নের নয় রশি গ্রামের রাসেদ তালুকদারের পুত্র মো. হাসিবুল তালুকদার (২২)। অপরজন ভাষানচর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মিজানুর বেপারীর পুত্র তামিম বেপারী (২৩)। উভয়ের কাছ থেকে ৫ গ্রাম ( ৪৮ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয় যার বর্তমান বাজার মূল্য ২৪০০০ টাকা।
সদরপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেআব্দুল মোতালেব বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
মন্তব্য