ভাঙ্গায় রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান

  • নিজস্ব প্রতিবেদক :
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু এর সঞ্চালনায় নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসির জোবায়ের,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল - মামুন, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন, উপজেলা পাট কর্মকর্তা এহসানুল হক রাফি,সাংবাদিক শাহাদাত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আশরাফ হোসেন, গনঅধিকার পরিষদ নেতা  আনিসুর রহমান, সহ নানা শ্রেণীপেশার লোকজন।

সভায়  বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীকে জয়িতা সম্মাননা পদক প্রদান এবং ফুল দিয়ে বরণ করা হয়।  

সভায় জয়িতার গল্প শিরোনামে তাদের জীবনের সফলতার গল্প, নানা ঘাত- প্রতিঘাতসহ জীবনের তরাই উৎরাই পেরিয়ে অর্জিত সফলতার কথা তুলে ধরেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য