দাতা সদস্য হিসেবে সম্মাননা স্মারক পেলেন ইদ্রিস আলী

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ০৩:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর শেখ রাসেল স্কুল এন্ড কলেজের দাতা সদস্য হিসেবে সম্মাননা স্মারক পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ইদ্রিস আলী মোল্যা। বুধবার (১৫ নভেম্বর) বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।

এসময় এডিসি শিক্ষা (আইসিটি) অমিত দেবনাথ, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ সহকারী অধ্যাপক (ইংরেজি) ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
সুব্রত কুমার মিত্র, গর্ভনিংবডির সদস্য মো. শাহিন চৌধুরী, সদস্য সচিব ডা. এম এ জলিল, কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান লাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারক গ্রহন করে ইদ্রিস আলী মোল্যা বলেন, আমি অত্যান্ত গৌর্বিত ও আনন্দিত। শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপর এ কিছু অর্থ দিয়া জীবনকে ধন্য মনে করেছি। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ সম্মাননা স্বারক প্রদান করে প্রতিষ্ঠানের প্রতি আরো দায়বদ্ধতা বাড়িয়ে দিল। আমি বিশ্বাস করি প্রতিষ্ঠানটি একদিন শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসাবে পরিচিত পাবে।ইতিমধ্যে প্রতিষ্ঠানটির অধ্যাখের চৌকুশ ও নিরালস প্রচেষ্টায় এক বছরেই সুনাম সৃষ্টি হয়েছে এবং সর্বত্র সকলের নিকট গ্রহণযোগ্য হয়েছে।

ইদ্রিস আলী মোল্যা সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের কৃতি সন্তান। আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য