আলফাডাঙ্গায় নান্দনিক ও দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র উদ্বোধন

  • কবীর হোসেন, আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমপ্লেক্স এর ভিতরে অবস্থিত নান্দনিক ও দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে এই প্রথম বিনোদন কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম, বন কর্মকর্তা শেখ লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, উপজেলা প্রেসক্লাবে অর্থ সম্পাদক  মিয়া রাকিবুল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখসহ অনেকে।

বিশেষ মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের  নেতৃত্বে বিনোদন কেন্দ্রেটি পরিদর্শন করা হয়।

প্রসঙ্গ : এটি  শুভ উদ্বোধন হওয়ার সাথে সাথে বিনোদনকে আলিঙ্গন করতে আলফাডাঙ্গা সরকারি মডেল বিদ্যালয়ের প্রায় তিনশত  শিক্ষার্থীরা  আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। ফলে মূখরিত হয়ে উঠে সমগ্র  বিনোদন কেন্দ্রটি। 

 সুন্দর পরিবেশ বান্ধব, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যপট ও নান্দনিক পরিবেশে  আলোড়ন সৃষ্টি করেছেন  বিনোদন কেন্দ্রটি। 

এখানে রয়েছে চারিদিকে ইটের সলিং দ্বারা নির্মাণ করা  ওয়াকওয়ে। এরপর ভিতরের জায়গায় শিশুদের জন্য স্টিলের দোলনা, স্লিপার, আপ স্ট্যান্ড, ঢেকিসহ বিভিন্ন প্রকার রাইডার দিয়ে সাজানো হয়। সেইসঙ্গে বিভিন্ন রঙের আলোকবাতিসহ বসানো হয়েছে বেঞ্চ। বিভিন্ন প্রকার সৌন্দর্যবর্ধন বৃক্ষ। 

জানা যায়, সৌন্দর্যের বন্ধনে বেশ কয়েকবছর আগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিকটবর্তী এলাকায়  মুজিব শতবর্ষ নামে একটি নান্দনিক পার্ক নির্মাণ করা হয়েছিল। যেটি যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত পরিবেশে গড়ে উঠে। 

তবে কিছুদিন পর  নানা প্রতিবন্ধকতায় পার্কটি বন্ধ করে দেয় উপজেলা  প্রশাসন। এরপর এ উপজেলায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় নতুন পরিকল্পনা করে উপজেলা প্রশাসন।উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভিতরে ঐতিহাসিক হেলিপোর্ট নামে পরিচিত প্রায় এক একর পতিত জমির  উপর শিশুদের বিনোদন জন্য  গড়ে ওঠে এই বিনোদন কেন্দ্রটি। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য