বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ ময়দানে জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।
জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু নাসিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগরী নেত মুফতী মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ।
আরও বক্তব্য রাখেন ফরিদপুরের প্রবীন আলেমে দ্বীন শাইখুল হাদীছ মাওলানা আকরাম আলী, শাইখুল হাদীছ মাওলানা হেলালুদ্দীন, শাইখুল হাদীছ মাওলানা আবুল হোসাইন, মুফতী মাহমুদ হাসান ফায়েক।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুফিজুর রহমান, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে ফরিদপুর-১ (নির্বাচনী এলাকা, মধুাখালী, আলফাডাঙ্গা, বোয়ালমারী) আসনে মুফতী শরাফাত হোসাইন এবং ফরিদপুর-৪ (নির্বাচনী এলাকা, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সমাবেশের প্রধান অতিথি এবং দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
মন্তব্য